ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে শফিক চৌধুরীর ঈদ উপহার বিতরণ

6
ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে ঈদ উপহার বিতরণ করছেন সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী।

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেট জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, করোনার এ সংকটময় পরিস্থিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা দেশের সর্বশেষ তথ্যসহ সব খবরা খবর মানুষের কাছে পৌঁছে দিতে ঝুঁকি নিয়ে সংবাদের পেছনে ছুটছেন। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরের মতোই সংবাদ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। জাতির জনকের তনয়া বঙ্গ কন্যা শেখ হাসিনা বিশ্বাস করেন-সাংবাদিকদের অবাধ ও নির্ভরযোগ্য তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ থেকে দুর্নীতি ও অবিচার দূর করা সম্ভব।সমাজ পরিবর্তনে সাংবাদিকের কলম হচ্ছে বড় শক্তি। করোনা ভাইরাসের প্রকোপ, ভয়াবহতা ও প্রতিরোধের উপায়সহ জনসচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আব্বান জানিয়ে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওসমানীনগর উপজেলার সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। সোমবার দুপুরে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি উজ্জ্বল ধর। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, অরুণোদয় পাল ঝলক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক সম্পাদক ডিকে জয়ন্ত, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক চঞ্চল পাল, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোস্তাক আহমদ, ইউপি সদস্য জিলু মিয়া, বেলাল আহমদ, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।