জগন্নাথপুরে অবশেষে জমে উঠেছে ঈদ বাজার

7

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুরে অবশেষে জমে উঠেছে ঈদ বাজার। ১৯ জুলাই সোমবার দেখা যায়, জগন্নাথপুর সদর বাজার সহ উপজেলার বিভিন্ন হাট বাজারে নারী-পুরুষ জনতার উপচেপড়া ভীড়। নতুন জামা-কাপড় কিনতে ছোট-বড় শপিং সেন্টারে ভীড় করছেন ধনাঢ্য ক্রেতারা। তবে ফুটপাতের কাপড়ের দোকানে গরীব ক্রেতাদের ঢল নেমেছে। যার-যার সাধ্য মতো কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েছেন। এছাড়া গরম মসলা সহ অন্যান্য বাজার করতে মুদি মালের দোকানেও ভীড় দেখা যায়। তবে মাঝে মধ্যে কিছু মানুষকে মাস্ক পড়তে দেখা গেলেও অধিকাংশ মানুষ মাস্ক ছাড়াই হাট-বাজার করছেন। কিছু মানুষের এমন অবস্থা হয়েছে, যে তারা মরতে রাজি তবুও সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানতে রাজি নয়। মানুষের এমন অবহেলার কারণে জগন্নাথপুরে দিনে দিনে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা।
এবার প্রথমে করোনার কারণে লকডাউন থাকায় মানুষ তেমন একটা কেনাকাটা করতে পারেননি। লকডাউনের পরে মানুষ হাট-বাজারে হুমড়ি খেয়ে পড়েছেন। মানুষের এমন অবস্থা দেখা দিয়েছে যে, মানুষ যেন জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছেন। গত কয়েক দিন হাট বাজারে মানুষের আনাগোনা তুলনায় অনেক কম ছিল। তবে ১৮ জুলাই রোববার থেকে হাট-বাজারে মানুষের ঢল নেমেছে।