লকডাউন শিথিলের তৃতীয় দিনে নগরীতে যানজট ও মানুষের ভিড়

2

স্টাফ রিপোর্টার :
লকডাউন শিথিলের তৃতীয় দিন গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টি থাকায় নগরীতে তেমন ব্যস্ততা না থাকলেও দুপুরের পর থেকে নগরীতে দেখা যায় প্রচন্ড যানজট ও মানুষের ভিড়।
শনিবার বিকেল ৩টার দিকে নগরীর কিনব্রিজ, শাহজালাল ব্রিজ, শাহাজালাল উপশহর, লামাবাজার, আম্বরখানা, বন্দরবাজার, জিন্দাবাজার, মদিনা মার্কেট, শিবগঞ্জ, টিলাগড়, দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বর, হুমায়ুন রশীদ চত্বর এলাকায় দীর্ঘ যানজট ও মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণ সুরমায় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালেও যাত্রীদের চাপ ছিলো প্রচন্ড। সকাল থেকে টানা বৃষ্টির কারণে জোহর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় মানুষের তেমন যাতায়াত দেখা না গেলেও জোহরের পর থেকে নগরীতে মানুষের ভিড় বাড়তে থাকে। এতে নগরীর বিভিন্ন এলাকায় মানুষের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়। তবে বেশিরভাগ মানুষকেই স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। শনিবার বিকেলে নগরীর জিন্দাবাজার ও বন্দরবাজারে যেন মানুষের পা ফেলার জায়গা ছিলো না। রাস্তা, মার্কেট, শপিংমল ও দোকানপাটে ছিলো নারী-পুরুষের উপচেপড়া ভিড়।