অলিম্পিক ভিলেজে করোনার হানা

3

স্পোর্টস ডেস্ক :
চলতি মাসের ২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ‘দ্য গেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত অলিম্পিক প্রতিযোগিতা। এবারের আসর বসবে টোকিওতে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দুঃসংবাদই পাচ্ছে বিশ্ববাসী। অলিম্পিক ভিলেজে দেখা দিয়েছে করোনার হানা। তবে এখন পর্যন্ত একজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তির পরিচয় মিলেছে। জাপানের স্থানীয় টিভি আসাহি জানাচ্ছে, ওই ব্যক্তি নাইজেরিয়ান। তার বয়স আনুমানিক ৬০ বছর। তবে তিনি নাইজেরিয়ার খেলোয়াড় নন। বৃহস্পতিবার বিমানবন্দরেই কিছু উপসর্গসহ করোনা পজিটিভ হয়েছিলেন। তবে এবার তাকে হাসপাতালে পাঠানো হয়েছে তার বয়সের কারণে। যদিও তার সম্পর্কে কোনো বিশদ কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।
গত বছর টোকিও অলিম্পিক আয়োজনের কথা থাকলেও করোনার জন্য সেটা করা সম্ভব হয়নি। এই বছর তা আয়োজন করা হচ্ছে। তবে জাপানেই বার বার প্রতিবাদের মুখে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।