বৃষ্টিকাহন

20

রফিকুল ইসলাম :

আষাঢ়স্য আকাশ, গভীর অভিমানে নারীর মত
কিশোরীর ভেজা চুলে বৃষ্টি ঝরছে টাপুর-টুপুর,
বৃষ্টিতে স্নানরত বাঁশের ঝাড় নির্জন পুকুর পাড়
ঝরঝর ঝরছে বৃষ্টি সারা সকাল অলস দুপুর।

কদম শাখে ভিজছে পাখি বসে পাতার ফাঁকে
জনহীন স্তব্ধ মাঠে ভিজছে গরুর দস্যিরাখাল,
একপৃথিবী বৃষ্টি এলো ভাসিয়ে নিয়ে স্মৃতির ধূলো
ভিজলো আমার চালহীন মাটির দেয়াল ।

আষাঢ়ের গপ্পো গুলো কে যেনো শুনিয়ে গেলো
কাঁচা উঠোনের নরম ছাপে তার নগ্ন পায়ে,
ঘন-কালোমেঘ ছেয়ে পড়ল ঝরে অনন্ত প্রহর
প্রিয়া বিরহে, কাঁথায় সুচের আজস্র ঢেউয়ে।