দাও ছড়িয়ে

5

রুহুল আমিন রাকিব :

মাথায় টুপি জামা গায়ে
বাবার হাত ধরে
হাসি খুশি মনে খোকা
মাঠে নামাজ পড়ে।
চারি দিকে আঁকা আঁকি
পাখিদের গানে
ঈদটা এলো ধরা জুড়ে
চাঁদ দিলো জেনে।
নতুন টাকার সালামিতে
খোকা খুকি হাসে
ঈদের সকাল ব্যস্ত ওরা
ভাইয়া আপুর পাশে।
নানা স্বাদের মিষ্টি হরেক
সবার ঘরে ঘরে
কুটুম বাড়ি ঘুরে কেহ
সারাটাদিন ধরে।
রোজার শেষে বাঁকা চাঁদে
আকাশ জুড়ে হাসে!
গরীব দুঃখীর নেই যে খবর
দাঁড়াই ওদের পাশে।
পণ করি এই ঈদের দিনে
এক কাতারে মিশে
সাম্যেগীতি ছড়াই দিয়ে
খুঁজব আলোর দিশে।