জগন্নাথপুর পৌরসভায় চাল বিতরণ নিয়ে হট্টগোল

6

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌরসভায় ঈদ উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ১৫ জুলাই বৃহস্পতিবার পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ৪৩০ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এ সময় চাল কম দেয়া হচ্ছে বলে একটি মহল গুজব ছড়ায়। এতে চাল নিতে আসা মানুষের মধ্যে রীতিমতো হট্ট্রগোল পড়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র চন্দ বলেন, কাউকে চাল কম দেয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে একে একে ৭০টি ১০ কেজি চালের বস্তা ওজন করেছেন। এতে কোন বস্তায় ১০০ গ্রাম বেশি অথবা কোন বস্তায় ৫০ গ্রাম কম হয়েছে। বালতি দিয়ে মাপার কারণে এমন হতে পারে। একটি মহল গুজব ছড়ানোর কারণে অযথা মানুষ হট্টগোল করেছেন। জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, ইচ্ছাকৃত ভাবে কাউকে চাল কম দেয়ার প্রশ্নই আসে না। এক সাথে অনেক মানুষকে দিতে গিয়ে ২/১ টি ভূল হতে পারে। এর বাইরে কিছুই নেই। তবে ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সবাইকে কম দেয়া হয়নি। ২/১ টিতে কিছু কম পাওয়া গেলেও তা সমাধান করে দেয়া হয়েছে।