মা ট্রাস্টের চেয়ারম্যানের উদ্যোগে দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা

3

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের প্রভাবে জনজীবনে চরম দুর্ভোগের ফলে অসহায় কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন মা ট্রাস্ট ইউকে। সংগঠনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল ওয়াহিদ লিলুর অর্থায়নে বালাগঞ্জের অসহায় ও কর্মহীন পরিবারে বিতরণ করা হয়েছে খাদ্য সহায়তা।বুধবার মানবতার কল্যানে প্রতিষ্টিত মা ট্রাস্ট ইউকের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ লিলুর অর্থায়নে গৌউছ উদ্দিন ও উপজেলা যুবলীগ নেতা আসাদুর রহমান আসাদের তত্ত্বাবধানে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার দুই শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুহিবুর রহমান ইয়াওরের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক এখলাছুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াহিয়া সুজন।
বক্তারা বলেন, চলমান বৈশ্বিক মহামারীর প্রাদুর্ভাবে বিদেশের মাটিতে নিজেরা চরম বেকায়দায় থেকেও এলাকার অসহায় ও বিপন্ন মানুষের প্রতি মানবতার হাত প্রসারিত করে রেখেছেন আমাদের প্রবাসীরা। যেকোনো দুর্যোগে এলাকার দুস্থ মানুষের পাশে থেকে আর্ত মানবতার সেবায় কাজ করার প্রত্যয়ে সামাজিক সংগঠন গড়ে তুলে এলাকার নিম্ন আয়ের মানুষের সার্বিক কল্যানে প্রবাসী আব্দুল ওয়াহিদ লিলুর কার্যক্রমগুলো অবশ্যই প্রশংসনীয়। মহামারি মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার আহ্বান জানিয়ে নিম্ন আয়ের মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি প্রবাসীদের সহায়তা কার্যক্রম অব্যহত রাখার আহব্বান জানান তারা। যুবলীগ নেতা আসাদুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সমাজেসেবী সিতার মিয়া, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহ আলম, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা জুনেদুর রহমান, যুবলীগ নেতা রাসেল আহমেদ, হেলাল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন, বাপ্পি আহমদসহ আরও অনেকে।