লকডাউনের ১২তম দিনে ৮৮ মামলায় জরিমানা ৭৯ হাজার ৯শ টাকা

5

স্টাফ রিপোর্টার :
চলমান লকডাউনের ১২তম দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশ নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৯৫ টি গাড়ি জব্দ করেছে। এসময় মোবাইল কোর্টের মাধ্যমে ৮৮টি মামলায় ৭৯ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়।
এসএমপি সূত্র জানায়, তাদের ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার ও ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে দিবা রাত্র ৩২ টি চেকপোস্ট, সকল থানা- ফাঁড়ি তদন্ত কেন্দ্র এলাকাধীন দিবারাত্র ৫২টি টহল মোবাইল ডিউটিসহ নিরাপত্তা ডিউটি করে করছে।
এরই ধারাবাহিকতায় লকডাউনের ১২তম দিনে লকডাউন বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি ৪২টি, মোটরসাইকেল ২৫ টি, প্রাইভেট কার ১০ টি ও অন্যান্য ১১ টি মামলাসহ সর্বমোট ৮৮ টি মামলা এবং সিএনজি ৩০ টি, মোটরসাইকেল ১৯ টি, প্রাইভেট কার ৬ টি, অন্যান্য ৪০ টি সহ মোট ৯৫ টি যানবাহন জব্দ করা হয়। এছাড়াও পুলিশি ডিউটির পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ৫ টি ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে সর্বমোট ৭৯ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।
এদিকে লকডাউনের ১২তম দিনে নগরীর সড়কে যানবাহ চলাচল ও মানুষজনের চলাচল আরো বৃদ্ধি পেয়েছে।