কোটি টাকার কষ্টিপাথরসহ পাচারকারী গ্রেফতার

5

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে কোটি টাকার কষ্টিপাথরসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। গত শুক্রবার সকালে দেওন্দী চা বাগান থেকে আলমত উদ্ধার ও পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মহানন্দ মৃধা (৫১)। সে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার গিলানী চা বাগানের মৃত রাস মনির পুত্র।
র‌্যাব জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ৪নং পাইকপাড়া ইউনিয়ন এর দেওন্দী চা বাগানের, চা ফ্যাক্টারীর সামনে অভিযান পরিচালনা করে কোটি টাকা মূল্যের “কষ্টিপাথর’’১টিসহ (ওজন ৯০০ গ্রাম) পাচারকারী মহানন্দ মৃধাকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ধৃত আসামী’কে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-(বি) এর ১(বি) ধারায় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানিয়েছেন।