ভয় নয় করোনায়

6

সপ্তিকা চক্রবর্তী :

মহামরণের একি খেলায় ভাসছে বিশ্বময়
হবে কার পরাজয় কার বা হবে শেষ জয়?
শুধু মেনে চলার নিয়মের সূত্রগুলো বাঁচবার তরে
ভয় নয় ভয় মানবজাতি বিপর্যয়ের এই ঝড়ে।
মনের বাঘেরই হুংকার শুধু মনের বাঘেতে খায়
আতংক যতো ছুড়ে দিয়ে বলো এ প্রাণ বাঁচতে চায়।
বুুলেট ভরা গুলির সম্মুখে হাসি ভরা বক্ষ যার
যুদ্ধজয়ী বাঙ্গালি জাতি পায় না তো ভয় আর।
ধর্মে, কর্মে, সত্য জ্ঞানে পৃথিবী হয়ে এক প্রাণ
খুঁজবো আমরা পথের সন্ধান কিভাবে হয় পরিত্রাণ।
জাতির পিতা হটেনিতো পিছু মৃত্যুর ডাকে বারবারে
আমরা তার দেশ সন্তান করি নাতো ভয় করোনারে।
হারিয়ে পরিবার জননেত্রী তার দেশ তরে দিনপার
মহাশক্তি সেজে প্রতি বাঙ্গালির এক ভাইরাস কোন ছার।
একতার কাছে সকল শক্তি পরাজিত হয় পৃথিবীতে
করোনা ভাইরাস হবে যে বিনাশ জনতারই প্রচেষ্টাতে।
সামান্য বিষয় তবুও কতো হয় মানবের মাঝে হতাহত
সৃৃষ্টির খেলা কতো ভয়ংকর মানব জাতি বুঝে নাতো।
মিথ্যা, হিংসা, অহংকার পাপ চূর্ণ করি যা পিছু
সবার উপর মানুষ সত্য আগে পরে নেই কিছু।