কোম্পানীগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদের মধ্যে ইউএনও’র ত্রাণ বিতরণ

4

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত পুরো দেশ। প্রতিদিনই করোনায় আক্রান্ত, মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এদিকে ১ জুলাই থেকে চলছে দেশব্যাপী কঠোর লকডাউন। সাধারণ নিম্নবিত্ত পরিবারের দিনমজুরেরা কর্মহীন হয়ে পড়ছে। আবার, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্টি হওয়া বন্যায় মানুষ আরো অসহায় হয়ে পড়ছে। সারাদেশের ন্যায় এই একই সমস্যায় জর্জরিত কোম্পানীগঞ্জের নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো ও। এই কর্মহীন ও গৃহবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য।
বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার শিলাকুড়ি, বুড়িডহর, পশ্চিম বুড়দেও এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন মানুষদের বাড়িতে নৌকা দিয়ে ত্রাণ পৌঁছে দেন ইউএনও।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন মানুষদের ঘরে রাখতে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত পুরো ইউনিয়নে আমাদের এই ত্রাণ বিতরণ অব্যহত থাকবে। এ ছাড়াও বিভিন্ন স্থানে টিবিসির পণ্য বিক্রয় করা হবে।