ব্যানার ফেস্টুন অপসারণে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন

5
নগরীর বিভিন্ন এলাকায় ব্যানার-ফেস্টুন অপসারণের অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন।

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যানার ফেস্টুন অপসারণের অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। গত মঙ্গলবার (৬ জুলাই) থেকে নগরীর প্রধান প্রধান সড়ক সহ মহানগরীর অন্যান্য স্থানে সাটাঁনো বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন অপসারণের কাজ অব্যাহত রয়েছে। দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুন সাটাঁনো থাকায় নগরীর সৌন্দর্য্যরে হানি ঘটছে বলে কর্তৃপক্ষ মনে করছে।
সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমান গনমাধ্যমকে বলেন, অত্যন্ত সতর্কতার সাথে মহান মুজিববর্ষ ও স্বাধীনতার রজত জয়ন্তী বিলবোর্ড ব্যাতিত অন্যান্য সকল প্রকার ব্যানার ফেস্টুন ঈদুল আযহার আগেই অপসারণ করা হবে। নগরীর ২৭টি ওয়ার্ডে এই অভিযান অব্যাহত থাকবে। সেজন্য তিনি নগর বাসীকে সচেতন হয়ে সহযোগিতার অনুরোধ জানান। বিজ্ঞপ্তি