সাত রঙ

4

রিপলু চৌধুরী :

সাত রঙে ভুবন ভরা
ভুবনে কি মায়া
চারদিকে ছড়িয়ে আছে
রঙের এ-ই ছায়া।

সাদা রঙে রঙিন আকাশ
নীল রঙের ছায়া
আকাশে দিকে তাকালে
ভুবনে লাগে মায়া।

সকালের সূর্য হলুদ রঙে
রাঙায় সকাল বেলা
বিকালের সূর্য লাল রঙে
ছড়ায় গোধূলির মেলা।

রাতে সূর্য আড়ালে যায়
হয় রাত্রি বেলা
ভুবনের লাগে কালো ছায়া
এভাবে হয় রাত্রি বেলা।

সবুজ রঙে সোনালী ফসল
গাছে নানান ফুল
প্রকৃতি মধ্যে প্রকাশ পায়
সাত রঙের মূল।