তোমার কথা মনে পড়ছে খুব

5

নেহাল অর্ক :

বিবশ আখির তলে বর্ষার ঘনঘোর আঁধার
অঝোর ধারায় বৃষ্টির ফোঁটা টিনের চালের উপর
কদম ফুলের বোঁটায় আষাঢ়ের আগমনের কথা
পল্লী গ্রামের মেটো রাস্তায় চঞ্চলা হরিণীর চোখ
মেঘের ঘর্ষণে পুড়ে যাওয়া অসীম আকাশের বুক।

শুকনো কাপড়ে ভেজা ভেজা গন্ধ
মাঠের বুকের নতুন পানিতে মাছের লাফালাফি
নৌকার পালে মন্দ বাতাস, উতলা হয়েছে নদী
যৌবনে মাঠঘাট টইটুম্বুর, উত্তরে ডেকেছে বাণ
নাইওর যাবার কল্পনায় ভাসে পল্লীবধূর গান।

ঘরের জানালায় বৃষ্টির ফোঁটার অবিরাম চুমুক
ব্যালকনিতে সন্ধ্যা পূজার লাজুক আবীরখেলা
পাতার বুকে বৃষ্টির শব্দ; ঘুমকাতুরে মন
ঘাটলা পাড়ে বৃষ্টি ভেজা পানকৌড়ির ডুব
এমন দিনে তোমার কথা মনে পড়ছে খুব।