সরকার ঘোষিত কঠোর লকডাউন মেনে চলুন – সিলেট চেম্ববার সভাপতি

4

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের শোয়েব এক বিবৃতিতে বলেছেন বৈশ্বিক মহামারি করোনাভাইরাস বাংলাদেশে ভয়ঙ্কররূপ ধারণ করেছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই শতাধিক মানুষের প্রাণহানি ঘটছে। এছাড়া দেশে শনাক্তের হারও উদ্বেগজনক। তাই বৈশ্বিক এই মহামারি থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যবিধি মানাটা অতীব জরুরি হয়ে পড়ছে।
সরকার দেশব্যাপি কঠোর লকডাউন ঘোষণা করেছেন। তাই আমি ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে এ নির্দেশনা মেনে চলার বিনীত অনুরোধ জানাচ্ছি।
তাছাড়া এ ভাইরাস থেকে দূরে থাকতে কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এর মধ্যে নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুয়া, স্যানিটাইজ করা, মাস্ক পড়া অত্যন্ত জরুরি। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের প্রতি খেয়াল রাখতে হবে।
আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে, করোনার উপসর্গ দেখা দিলে অতি দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ মোতাবেক নমুনা পরীক্ষা করে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কারণ নিজেকে সুরক্ষিত রাখলে পরিবার, সমাজ সর্বোপরি দেশ সুরক্ষিত থাকবে। আসুন আমরা নিজেকে সুরক্ষিত রাখি ও অন্যকেও সুরক্ষিত রাখতে উৎসাহিত করি। বিজ্ঞপ্তি