সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবি – শফি এ চৌধুরী

7
দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় গণসংযোগ করছেন জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

জাতীয় সংসদের সিলেট-৩ আসনের উপ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেছেন, এই দেশের মালিক জনগণ। কোন সরকারের চাপে পড়ে জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে, তা হতে পারে না। জনগণকে সচেতনতার সাথে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে। জনগণের ভোট নিয়ে দীর্ঘদিন ছিনিমিনি খেলা হয়েছে। অন্তত একটি আসনে নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে জনগণের আস্থা অর্জন করুন। সরকারের প্রতি এমন আহ্বান জানিয়ে শফি চৌধুরী বলেন, তা না হলে দেশের মানুষ কখনো আপনাদের ক্ষমা করবে না। সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য নিরপেক্ষ নির্বাচন সময়ের দাবি।
সোমবার (২৮জুন) তিনি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের বৈরাগী বাজার এলাকায় গণসংযোগকালে উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন।
শফি চৌধুরী তাঁর মার্কা মোটর গাড়ি (কার) চিহ্নে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
এ সময় এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকার যুব সমাজ তার সাথে ছিলেন। বিজ্ঞপ্তি