১৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন

5
১৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন।

চা বাগানে কারখানা স্থাপন, মজুরি বৃদ্ধি, এমবিবিএস ডাক্তার, নার্স এবং এ্যাম্বুলেন্স সুবিধা, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থাসহ ১৪ দফা দাবি নিয়ে মানববন্ধন করেছে সিলেট ভ্যালী কার্যকরী পরিষদ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। রবিবার (২৭ জুন) দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সামনে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে এ কর্মসূচী পালন করেন।
সিলেট ভ্যালী কার্যকরী পরিষদ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেবু বাউরি পরিচালনায় বক্তব্য রাখেন দলদলি যুব সমাজ এর সভাপতি মনোরঞ্জন দাস, জাগরণ যুব ফোরামের সভাপতি মোহন রবি দাস, মালিনীছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি জিতেন সবর, বন্ধবন্ধু সৈনিক লীগের প্রেসিডিয়াম সদস্য তেরাজ উদ্দিন নাজিম, সিলেট চা জনগোষ্ঠী ছাত্র যুব কল্যাণ পরিষদের প্রচার সম্পাদক বিক্রম রায়, মিন্টু দাস, চা শ্রমিক অধিকার আন্দোলন এর আহবায়ক হৃদেশ মুদি, দেবা শীষ গোয়ালা, কানু কুর্মী, বিপন গোয়ালা, রাম বাহাদুর, সিবু নায়েক লোটন গোয়ালা সহ বিভিন্ন বাগানের শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি