জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির প্রতিবাদ সভা ॥ জুডিসিয়াল, নন জুডিসিয়াল স্ট্যাম্প বিক্রয় কমিশনের উপর অতিরিক্ত করারোপ বন্ধ করতে হবে

5

সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির উদ্যোগে ‘জুডিসিয়াল, নন জুডিসিয়াল স্ট্যাম্প বিক্রয় কমিশনের উপর শতকরা ১৫ ভাগ কর ও শতকরা ১০-১২ ভাগ উৎসে করারোপের প্রতিবাদে এক প্রতিবাদ সভা শনিবার (২৬ জুন ) নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি হাজী আব্দুল খালিকের সভাপতিত্বে যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক কাজী এ কে এম শামছুদ্দিনের যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় নানা কর্মসূচী ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে অনির্দিষ্টকালের জন্য চালান তোলা ও বিক্রি বন্ধ, রবিবার প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্ট্যাম্প ভেন্ডার সমিতির সাধারণ সম্পাদক হাজী আশরাফ উদ্দিন, সহ সভাপতি বদিউজজামান চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সত্যেন্দ্র কুমার চন্দ, সহ সাংগঠনিক সম্পাদক হাসান মঈন উদ্দীন আহমদ, সদস্য আফম রেজাউল কবীর, নুরুল ইসলাম, মাওলানা মো. আব্দুল খালিক, আব্দুল কাইয়ুম সরকার, মহি উদ্দীন আল মামুন, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক আকিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুক প্রমুখ। বিজ্ঞপ্তি