দুস্থদের মাঝে খোলাফায়ে রাশেদিনের কোরআন শরীফ ও ফ্যান বিতরণ

15

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দরিদ্রতা দূরীকরণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরীসহ বৃহত্তর সিলেট অঞ্চলের অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাওয়া খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মো. ইনাম মিয়ার বড় ছেলে সাজন মিয়ার জন্মদিনকে ঘিরে ওসমানীনগরে অসহায় পরিবারগুলোকে প্রদান করা হয়েছে সিলিং ফ্যান ও পবিত্র কোরআন শরীফ।
খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ২য় শাখা ওসমানীনগরের শেরপুরের উদ্যোগে ১৫টি অচ্ছল পরিবারের মধ্যে পবিত্র কোরআন শরীফ ও সিলিং ফ্যান বিতরণ হয়। বুধবার উপজেলার শেরপুর নতুনবাজারস্থ খসরুপুর এলাকায় অনুষ্ঠিত বিতরণী কার্যক্রমে সভাপতিত্ব করেন সমাজসেবক হাজী ইরান উদ্দিন। সংগঠনের শেরপুর শাখার পরিচালক আনোয়ার আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক প্রণয় কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা: সুমন কান্তি ধর, বাংলাদেশ মানবাধিকার কমিশন ওসমানীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আরজু মিয়া, ডিজিটাল গাইডলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম, সমাজসেবক হাজী কুতুব উদ্দিন, মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম, শেরপুর নতুন বাজার পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ সৈয়দ শামিম মুনিম, ইউপি সদস্য এহশাম উদ্দিন।