সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে অংশ নেবে না খেলাফত মজলিস

7
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট-৩ সংসদীয় আসনের তৃণমূল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

নির্বাচন কমিশনের প্রতি আস্থাহীনতার কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করবে না খেলাফত মজলিস।
শনিবার (১২ জুন) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ওই আসনের তৃণমূলের নেতাদের সাথে মতবিনিময় সভায় দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এ কথা জানান।
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা সৈয়দ মুশাহিদ আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য মুনতাসির আলী বলেন, ‘বর্তমানে দেশে রাজনৈতিক পরিবেশ নেই, নির্বাচনী পরিবেশ নেই, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনায় সক্ষম নয়।’
‘দলের মহাসচিব আহমদ আবদুল কাদেরসহ সকল পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দদের বন্দি রেখে নির্বাচন সম্ভব হবে না, পাশাপাশি করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে নির্বাচন পরিচালনা করা যাবে তাও আমরা মনে করিনা।’
তিনি বলেন, ‘সামগ্রীক পরিস্থিতি বিবেচনায় খেলাফত মজলিস মনে করে, সরকারের উচিত নির্বাচনের সিডিউল স্থগিত ঘোষণা করে নির্বাচন কমিশন ভেঙে নতুন কমিশন গঠন করে জনগণের আস্থা ফেরানো।’ একই সাথে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দকে নিংশর্ত মুক্তি দিয়ে রাজনৈতিক পরিবেশ নিশ্চিত, শতভাগ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনা, নির্বাচন কমিশন ভেঙে স্বাধীন শক্তিশালী কমিশন গঠনের দাবিও করেন তিনি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগরী সভাপতি অধ্যাপক বজলুর রহমান, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, উপাধ্যক্ষ অলিউর রহমান, বালাগন্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মতিউল ইসলাম মতিন, হোসাইন আহমদ মিছবাহ, মাওলানা আব্দুল খালিক, হাবিবুর রহমান আব্দাল প্রমুখ। বিজ্ঞপ্তি