সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ারের বাসায় চুরি, থানায় জিডি

12

সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা ও দিনা ডেকোরেটার্সের স্বত্ত্বাধিকারী আনোয়ার হোসেনের বাসায় চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৭টায় নগরীর ৫নং ওয়াডের্রর চাষনীপীরড় রোডস্থ কলবাখানী এলাকার ২৬নং বাসায় চোরের প্রবেশ করে দুটি স্মার্ট ফোন নিয়ে যায়। এ ব্যাপারে আনোয়ার হোসেন সিলেট এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়রী করেন। যার নং ৪১৭, তাং- ১০/০৬/২০২১ইং।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া করে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। বুধবার দিবাগত রাতে নফল রোজা রাখার জন্য সেহরী খাবারের উদ্দেশ্যে বাসার কয়েকজন সদস্য ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে ফজরের নামাজ আদায় করে ঘরের ড্রয়িং রুমে দুইটি স্মার্ট ফোন রেখে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল ৮টায় ঘুম থেকে উঠে বাসার লোকজন দেখতে পান নির্দিষ্ট স্থানে মোবাইল ফোন দুটি নেই এবং ঘরের প্রধান দরজা খোলা রয়েছে। চুরি যাওয়া স্মার্টফোন দুটির বিবরণ, সামসাং গ্লাক্সি গ্রান্ড প্রাইম প্রো, যার আইএমইআই নং ৩৫৮২২০/০৮/১৫১৫৮৩/৭ যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা ও রিডমি নোট-৯ প্রো, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। অনেক খোঁজাখুঁজির পরও মোবাইল দুটির কোন সন্ধান না পেয়ে এয়ারপোর্ট থানায় জিডি করেন আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি