২০ জুন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন ॥ শ্রীমঙ্গলের মাইজদিহি পাহাড়ে ভূমিহীনদের জন্য নির্মাণকৃত গৃহ পরির্দশন করলেন স্থানীয় সাংসদ

7
শ্রীমঙ্গলে ভূমিহীনদের নির্মাণকৃত গৃহ পরিদর্শন করছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
আগামী ২০ জুন ২০২১ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে মাইজদিহি পাহাড়ে মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহ নির্মাণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আশ্রয়ণ-২ (২য় পর্যায়) মোট নির্মিত ঘরের সংখ্যা ৩০০ তার মধ্যে ১৬০ টি ঘর উদ্বোধন হবে। আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ বুধবার ৯ জুন নির্মাণ কাজ পরিদর্শন এবং বিভিন্ন দিক- নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মজুলসহ সাংবাদিকবৃন্দ।