কিন্ডারগার্টেন স্কুলে আর্থিক সহায়তা ও প্রতিষ্ঠান খোলার দাবিতে সিলেটে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিকী অনশন

17
ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনের জন্য বাজেটে আর্থিক বরাদ্দ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন।

ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন এর জন্য বাজেটে আর্থিক বরাদ্ধ এবং সরকার ঘোষিত ১৩ জুন সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা বহাল রাখার দাবীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে ৯ জুন বুধবার দুপুরে নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের সামনে প্রতিকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সভাপতি বদরুল আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারী মওদুদ আহমদ এর পরিচালনায় অনশনপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার সহ সভাপতি ইসরাফিল আহমদ, সহ সেক্রেটারী শাহিনুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক মতিউর রহমান, সহ দপ্তর সম্পাদক কপিল উদ্দিনসহ সাহাবা আইডিয়াল স্কুল, কবি নজরুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, সফির উদ্দিন কিন্ডারগার্টেন স্কুল, জালালাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজ, নিউ ব্লুবেল স্কুল এন্ড কলেজ, শাহ জালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল, দি লাইট হাউজ স্কুল, সিলেট সেন্ট্রাল মডেল স্কুল, সূর্যমূখী বি.কে.এন হাই স্কুল, বালুচর আইডিয়াল স্কুল, গ্রীনসিটি ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, করোনা ভাইরাসের কারণে গত বছর থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীরা। কিন্ডার গার্টেনের আয়ের উৎস শিক্ষার্থী বেতন ও পরীক্ষা ফি। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বন্ধ রয়েছে শিক্ষার্থীদের ফি আদায়। এতে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন ভাতা পুরোপুরি বন্ধ রয়েছে। বিদ্যালয়ের তহবিলেও অর্থ সংকট থাকায় বন্ধকালে কোনো সহায়তা করতে পারছে না বিদ্যালয় কর্তৃপক্ষ। এমতাবস্থায় সারাদেশের ন্যায় সিলেট জেলার কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-কর্মচারীরা চরম মানবেতর জীবন যাপন করছেন। অথচ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসকালিন ক্ষতিগ্রস্ত বিভিন্ন দপ্তর সংগঠনকে সহায়তা করে আসছেন। সেক্ষেত্রে পুরোপুরি বঞ্চিত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক কর্মচারীরা। তাই তাদের পরিবার পরিজন এবং প্রতিষ্ঠান ঠিকিয়ে রাখার স্বার্থে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি