স্বাস্থ্যবিধি অমান্য করায় ৮ ব্যক্তিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা

6

স্টাফ রিপোর্টার :
মহামারি করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি অমান্য করায় সিলেটে ৮ ব্যক্তিকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯’র ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার এসএমপি’র বিভিন্ন থানা এলাকায় তাদেরকে এ জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা হতে বেলা ২টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্পে) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলমও সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এবং মোঃ জাহাঙ্গীর আলম (এ্যাক্সিকিউটি ভম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপির বিভিন্ন থানাধীন এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দন্ড বিধি আইনের ১৮৬০ সনের ২৬৯ ধারা অমান্য করায় আলামিনকে ৩ হাজার টাকা, মো: জীবন মিয়াকে ৫শ’ টাকা, কামরুজ্জামানকে ৫ হাজার টাকা, শাহীদ আহম্মেদকে ২ হাজার টাকা, মো: সদরুল ইসলামকে ৫শ’ টাকা, আজাদ খানকে ৫শ’ টাকা, জাবেদ আহম্মেদকে ৫শ’ টাকা ও আব্দুল আহাদকে ৫শ’ টাকাসহ সর্বমোট সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদালয় করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।