এডভোকেট আনোয়ার হোসেনের হত্যাকারী খুনি চক্রকে গ্রেফতার করুন – জেলা বার সভাপতি

14
সিলেট জেলা বারের বিজ্ঞ সদস্য এডভোকেট আনোয়ার হোসেনের হত্যাকারী খুনি চক্রকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় মানবাধিকার সোসাইটি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।

সিলেট জেলা বারের বিজ্ঞ সদস্য এডভোকেট আনোয়ার হোসেন এর হত্যাকারী খুনি চক্রকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখা উদ্যেগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল ৭ জুন সোমবার দুপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট আল আসলাম মুমিন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সমিতির সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট মাহফুজুর রহমান ও এডভোকেট ফজলুল হক সেলিম, সাবেক সভাপতি একেএম সমিউল আলম, সাবেক সভাপতি মোঃ লালা, মাওলানা আব্দুর রকিব, পান্না লাল দাস, ওবায়দুর রহমান, জালাল উদ্দিন, খোরশেদ আলম খোকন, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা দিলোয়ার আল আজহার, সাবেক যুগ্ম সম্পাদক মহসিন আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সত্তার, ডঃ এম শহিদুল ইসলাম, সৈয়দ নুরুজ্জামান, বদিউল আলম লিটন, সেলিম মোঃ আলী আসগর, সৈয়দ আকরাম আল সাহান, ফখরুল হক, তাজ উদ্দিন মাখন, শফিকুল ইসলাম শফিক, ইসরাফিল আলী, সমাজসেবী মুর্শেদ মিয়া, সাব্বির আহমদ বাবলু, খালেদ আহমদ জুবায়ের, বদরুল ইসলাম জাহাঙ্গীর, সলমান উদ্দিন, সাইফুর রহমান রানা, ওবায়দুর রহমান ফাহমি, নেপাল চন্দ্র, মুসলিম উদ্দিন, মোঃ আজিম উদ্দিন, আব্দুল মুকিত অপি, মোবারক হোসেন, সৈয়দ কাওছার আহমদ, আব্দুর রজ্জাক, ঝর্না বেগম, রেদোয়ান আহমদ চৌধুরী, সালেহ আহমদ, সাদিদুর রহমান রিপন, মামুন আহমদ, সুলতানা রাজিয়া ডলি, নজরুল ইসলাম, আনিসুল হক, বিজিত লাল তালুকদার, আব্দুর রকিব, কামাল হোসেন, কানন আলম, রাকিব আল মাহমুদ, আবু ফাহাদ, টিপু রঞ্জন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ নিহত আনোয়ার হোসেনের ভাই বাদী মনোয়ার হোসেন লিটু।
প্রধান অতিথির বক্তব্য এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন অনতিবিলম্বে সিলেট জেলা বারের বিজ্ঞ সিনিয়র এডভোকেট আনোয়ার হোসেন হত্যাকারী খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। তিনি আরো বলেন, আনোয়ার হোসেন হত্যা মামলা সুষ্ঠু তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন আরো আন্তরিক হলে অপরাধীরা কোন অবস্থাতেই ছাড়া পাবে না। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিজ্ঞপ্তি