সিভিল সার্জন কার্যালয়ে লাইফ স্টাইল এবং পরিবেশগত কৌশল ও বিকাশ বিষয়ক কর্মশালা

52
সিভিল সার্জন অফিসে বিভিন্ন মন্ত্রণালয়ের বাস্টেক হোল্ডারদের অংশগ্রহণে লাইফস্টাইল এবং পরিবেশগত কৌশল ও বিকাশ সম্পর্কিত কর্মশালায় বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল।

৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচী (এইচপিএনএসপি)-এর আওতায় লাইফ স্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা’র অপারেশনাল প্লানের কারিগরি সহযোগীতায় বিভিন্ন মন্ত্রণালয়ের বাস্টেক হোল্ডারদের অংশগ্রহণে লাইফস্টাইল এবং পরিবেশগত কৌশল ও বিকাশ সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুন) সিলেট সিভিল সার্জনের কার্যালয়ে করোনাকালীন স্বাস্থ্য বিধি মেনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ মির্জা লুৎফুল বারীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মে জয় দত্ত, প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বনিক। এছাড়াও উক্ত কর্মশালায় জেলা পর্যায়ে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের বিভিন্ন স্থরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল বলেছেন, পরিমিত খাবার, কায়িক পরিশ্রম, পরিবেশের ভারসাম্য বজায় রাখাসহ শৃঙ্খলিত জীবন পরিচালনার মাধ্যমে নিজের সুন্দর জীবন উপভোগ করার পাশাপাশি পরিবেশ বান্ধব সুন্দর সমাজ বিনির্মান সম্ভব। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ে সকলে মিলে মাক্স ব্যবহার করা, শারিরিক দূরত্ব বজায় রাখা ও হাত ধোয়ার অভ্যাস করা। বিজ্ঞপ্তি