ছাতকে নদীতে চাঁদাবাজির সময় আটক ২

17

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে নদীতে অবৈধ চাঁদাবাজির মামলায় আটক দু’জনকে জেল-হাজতে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়। আটককৃতরা ছাতক পৌরসভার ৭নং ওয়ার্ডের অজিত কুমার দাসের ছেলে সৌরভ দাস (২২) ও উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে আলী হোসেন (৪৭)। শনিবার বিকেলে থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
জানা যায়, ছাতকের মধ্য দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর শাখা পিয়াইন নদীতে অবৈধ চাঁদাবাজির অভিযোগে একদল পুলিশ শনিবার দুপুরে জামুরা এলাকার পিয়াইন নদীর তীর থেকে ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চাঁদাবাজির সময় একটি ইঞ্জিন চালিত নৌকা, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ ৮ হাজার ৫শ’টাকাসহ দু’জনকে আটক করা হয়।