সময়োপযোগী বাজেটের জন্য মহানগর আওয়ামী লীগের অভিনন্দন

4

“জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ” ২০২১-২২ বাজেট ঘোষিত হয়েছে। গত ৩ জুন জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপির উপস্থিতিতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি বাজেট উত্থাপন করেন। ৬,০৩,৬৮১ কোটি টাকার সময়োপযোগী বাজেট ঘোষণা করা হয়।
সময়োপযোগী এই বাজেটকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। তাঁরা অভিমত ব্যক্ত করেন যে, অতীতের সবগুলোর বাজেটের চেয়ে এই বাজেট বৃহৎ। বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। এবারের বাজেট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। ৫০ বছরে বাজেট বেড়েছে ৭৬৮ গুণ। যা ইতিহাস সৃষ্টি করেছে।
মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁরা বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি