কুলাউড়ার আশ্রয় গ্রামের কালভার্টটি পুনর্নির্মাণের দাবি

7

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম কবরস্থানের পূর্বপাশের কালভার্টটি পুনর্নির্মাণ করা এখন সময়ের দাবি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করা হয়েছে।
জানা যায়, ২০১৮ সালের প্রথমদিকে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রাম কবরস্থানের পূর্বপাশের কালভার্টটি ভেঙ্গে যায়। ফলে ব্যাহত হয় এলাকাবাসীর চলাচলের যোগাযোগ ব্যবস্থা। গ্রামবাসী নিজ প্রচেষ্টায় বারবার মেরামত করে কোনরকম চলাচলের ব্যবস্থা করলেও বর্ষা মৌসুমে পুনরায় কালভার্টটি ভেঙ্গে যায়। যা এলাকাবাসীর দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যকে এলাকাবাসী কালভার্টটি পুনর্নির্মাণের জন্য একাধিক বার দাবি জানালে কাজের কাজ কিছুই হয়নি। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর পক্ষে সাংবাদিক, সংস্কৃতিকর্মী সৈয়দ মোকাম্মেল আলী মুন্না লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরীর সাথে আলাপকালে তিনি বলেন, কালভার্ট পুনর্নির্মাণের জন্য এ মুহূর্তে পর্যাপ্ত বাজেট নেই। বাজেট আসলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। কালভার্টটি পুনর্নির্মাণের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।