করোনায় ভারত বিপুল সাফল্য অর্জন করেছে – অমিত শাহ

9

কাজিরবাজার ডেস্ক :
করোনা মোকাবেলায় বিজেপি সরকার সফল বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুযোগ্য নেতৃত্বের জন্য সাফল্যের সঙ্গে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে সক্ষম হয়েছে দেশ। আমি এটা বলতে পেরে আনন্দিত যে, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ বিপুল সাফল্য অর্জন করেছে কোভিডে।
নিজের রাজ্য গুজরাটে বৃহস্পতিবার অক্সিজেন প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অমিত শাহ বলেন, দেশে যখন কোভিডে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে, তখন ভাইরাসটি একাধিক রূপ বদল করে। খুব দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আমাদের সম্মিলিত চেষ্টায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণ করা গিয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে কাজটা খুব কঠিন ছিল। অন্য দেশগুলি সংবাদমাধ্যমে খবর হয় না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে, উন্নত দেশগুলির স্বাস্থ্য ব্যবস্থা, পরিকাঠামো ভেঙে দিয়েছে করোনাভাইরাস। কিন্তু এক্ষেত্রে ভারত সফল।