আল্লাহ মহান

5

জেবুন্নেছা জেবু :

আল্লাহই মহান আল্লাহর রাস্তা ধরো
তোমার অস্তিত্ব কিসে ভেবেই বলো,
এ বিশ্ব মন্ডল মহাকাশ নিয়ে একটু ভাবো
একই মাটিতে কতো সৃজন সৃষ্টি দেখো।

মহান সৃষ্টি কর্তা আল্লাহকে ভয় করো
পানির সৃষ্টি, অপূর্ব রঙ আর ধরণ বুঝো,
কে তোমার জীবন বাঁচায় তা তো জানো
আকাশ বাতাস পাতাল সবই তাহার মানো।

পৃথিবীর সবই ক্ষণিকের করো না অহংকার
বুঝবে প্রাণটা বেরিয়ে যাবে যেদিন তোমার,
ভাবো এসেছো কেনো কোথায় যাবে আবার?
ধার্মিকতা ছেড়ে কেনো দিশেহারা হও বারবার?

এ আকাশ হতে বৃষ্টি ধারার মহিমা দেখো
সমগ্র বিশ্বের এক আকাশটা পিলারহীন যেনো,
দুনিয়া জুড়ে সমুদ্র জলাশয় এর বিবরণ জানো
আল্লাহর মহিমা ও সৃষ্টির চমৎকারিতা বুঝো।

এক মাটিতেই ফুটে কতো রঙ্গিন হরেক ফুল
এক মাটির ভিন্ন ভিন্ন গাছের কতো স্বাদের ফল,
দেখো একই পানিতে কতো জাতের মাছের সৃষ্টি
একই জমিনে মানুষের চেহারার কতো আকৃতি।

হে মানুষ কেনো ভুলে পড়ে ভুল নিয়ে আছো?
দুনিয়া কিছুই নয় সবই মিছে মায়ায় করছো,
সময় থাকতে মহান আল্লাহর আনুগত্য মানো
মরে গেলে বুঝিবে তখন কেউ নয় কারো।

তোমার জ্ঞানের সবই দেয়া মহান স্রষ্টা আল্লাহ
অকৃতজ্ঞ মানব করো না আল্লাহকে অস্বীকার,
সন্তানরাও তাই ভুলে যায় পিতামাতার অবদান
বুঝিয়ে দেয় মহান আল্লাহ সবই তাহার দান ॥