গোয়াইনঘাটে সরকারি খালে নির্মাণাধীন ঘর উচ্ছেদ

12
গোয়াইনঘাটে সরকারি খালে নির্মাণাধীন ঘর উচ্ছেদ।

কে.এম লিমন গোয়াইনঘাট থেকে :
গোয়াইনঘাটে অবৈধভাবে নির্মাণাধীন ঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২জুন) সকালে উপজেলার সালুটিকর বাজারের রাইখালের উপর নির্মিত সেতুর নিচে অবৈধভাবে তৈরিকৃত নির্মাণাধীন ঘরটি অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন গোয়াইনঘাটে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম, নূর হোসেন নির্ঝর।
এ সময় সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম খানসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানকালে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম, নূর হোসেন নির্ঝর বলেন, সালুটিকর বাজার ঘেঁষে বহমান সালুটিকর- গোয়াইনঘাট সড়কের উপর নির্মিত সেতুর নিচে আঙ্গারজুর গ্রামের আব্দুল মুতলিবের ছেলে আমির মিয়া অবৈধভাবে একটি ঘর নির্মাণ করছে বলে সংবাদ পাই।
অবৈধ দখল ও ঘর নির্মাণের সংবাদ পেয়ে অবৈধভাবে দখলকৃত জায়গা ও নির্মাণাধীন ঘরটি অপসারণের জন্য গত (২৬ মে ) বুধবার আমির মিয়াকে গোয়াইনঘাটে সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় থেকে ৩ দিনের সময়সীমা বেঁধে নোটিশ প্রদান করা হয়। বেঁধে দেয়া সময়সীমার মধ্যে নির্মাণাধীন ঘরটি অপসারণ না করায় উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করে।