নগরীতে ভেজাল দ্রব্য বিক্রির দায়ে ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

3

স্টাফ রিপোর্টার :
ভেজাল দ্রব্য বিক্রির দায়ে র‌্যাব ৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে নগরীতে ৪টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত মঙ্গলবার সকাল দশটা থেকে বেলা দেড়টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র এএসপিও ওবাইন, এএসপি সোমেন মজুমদার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
র‌্যাব জানায়, সিলেট জেলার কোতোয়ালী থানা এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ, ভেজাল দ্রব্য রাখা ও বিক্রয় করার অপরাধে মোট ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানায় র‌্যাব।