স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মহানগর ছাত্রশিবিরের মানববন্ধন

14
যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে সিলেট মহানগর ছাত্রশিবিরের মানববন্ধন।

যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন করেছে সিলেট মহানগর ছাত্রশিবির।
গত শুত্রুবার সিলেট নগরীর ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের সামনে ব্যানার ফেস্টুন নিয়ে মানব-বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারী আব্দুল্লাহ আল ফারুক এর সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কাযকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে গত প্রায় ১৫ মাস যাবৎ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বার বার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। অথচ সকল কিছুই স্বাভাবিক নিয়মে চলছে। যে কারণে অনেক শিক্ষার্থী অসামাজিক কাজে লিপ্ত হওয়াসহ নানা রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে। অনিশ্চিত হয়ে পড়ছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ।
এসময় তিনি দ্রুত স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়ে বলেন অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের যেতে বাধ্য হবে শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি