নগরীতে ভেজাল দ্রব্য বিক্রির অপরাধে ৪ ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা

3

স্টাফ রিপোর্টার :
নগরীতে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দ্রব্য বিক্রির অপরাধে ৪টি ব্যবসা-প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব ৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এই জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম এবং শ্যামল পুরকায়স্থ (সহকারি পরিচালক মেট্টো), জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিলেট এর নেতৃত্ত্বে সঙ্গীয় ফোর্সসহ এসএমপির কোতোয়ালী থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দ্রব্য বিরোধী অভিযানে সান্টু মিয়ার মাংসের দোকানকে ৫ হাজার টাকা, টেষ্টি ট্রিটকে ৫ হাজার টাকা, খোকন স্টোরকে ৪ হাজার টাকা ও ২ ভাই মাংসের দোকানকে ১ হাজার টাকাসহ সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানাকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানিয়েছেন।