করোনায় রেকর্ড আয় ভারতের, পঞ্চম বাংলাদেশ

10

স্পোর্টস ডেস্ক :
মহামারি করোনার এ সময়ে বিশ্বের অনেক নামি-দামি ক্লাবের টিকে থাকাই হুমকির মধ্যে পড়েছে। বার্সেলোনার মতো ক্লাবও আর্থিক সংকটে আছে।
এর মধ্যেই বিশ্বের ক্রিকেট খেলুড়ে ধনী দেশের মধ্যে শীর্ষে রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। করোনাকালে ২০২১ সালে বিসিসিআইয়ের আয় ৩ হাজার ৭৩০ কোটি টাকা।
আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তাদের আয় ২ হাজার ৮৪৩ টাকা। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয় ২ হাজার ১৩৫ কোটি টাকা।
করোনাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয় ৮১১ কোটি টাকা।
আয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আয় ৮০২ কোটি টাকা।
দক্ষিণ আফ্রিকার আয় ৪৮৫ কোটি, নিউজিল্যান্ডের ২১০ কোটি, ওয়েস্ট ইন্ডিজের ১১৬ কোটি, জিম্বাবুয়ের ১১৩ কোটি আর শ্রীলংকার আয় ১০০ কোটি টাকা।