আমার বাড়ি দূরের গাঁয়ে-

11

সোমা মুৎসুদ্দী :

আমার বাড়ি দূরের গাঁয়ে
যেথায় সবুজ গাছ
স্বপ্ন আঁকা রঙিন পাখার
প্রজাপতির বাস।

গাছের ডালে পাখপাখালি
কিচির মিচির ডাকে
ডাহুক থাকে মুখ লুকিয়ে
বেতের ঝোপের ফাঁকে।

পুকুর জলে দুপুর বেলা
হাঁসেরা সাঁতার কাটে
কানামাছি খেলে শিশু
বাড়ির কাছেই মাঠে।

এমন সোনার ছবি আমার
গাঁয়েই খুঁজে পাই
কলমি লতার গন্ধ মাখা
আর কোথাও নাই।