আমি ছদ্মবেশী হাসি

7

রাকিবুল হাসান রাকিব :

তুমি ফুল হয়ে থাকো; আমি রবো চেয়ে ;
তুমি ঘ্রাণ ছড়াও; আমি আসব আকুল হয়ে;
তুমি পাপড়ি হয়ে ঝড়ো; আমি কাঁদব নিরবে;
তুমি একা বিষণ্ণ; সবাই আছে নিজের ব্যস্ততা;
সকালে না পারলেও- সন্ধ্যায় এসে করি দেখা;
তুমি ভুলে গেলেও; সুখের দিনে আমাকে;
তোমার ফুল ঝড়ার বেদনার চিৎকার শুনে;
আমি এসে তোমার শোকে কাতর হয়ে;
মানুষের আড়ালে কিংবা হাসির ছলনাতে;
আমি প্রকাশ্য কাঁদতে না পারলেও-
মানুষের মাঝে; হাসির ছদ্মবেশে অশ্রুঝরে;
আমার কান্নার আওয়াজ কেউ টের না পেলেও-
তোমার পাপড়ি ঝড়া বাতাস ঠিক বুঝেছে।।