গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালিত ॥ স্বাধীন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে গুমের বিচার করতে হবে

13
গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক সিলেটের উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম।

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহের কর্মসূচিতে মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেছেন, স্বজনরা গুমের শিকার ব্যক্তিদের স্বাভাবিক জীবন ফিরে পেতে চায়। সরকার তাদের বের করে দিলে স্বজনদের নিয়ে সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবেন। তাই স¦াধীন বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে গুমের বিচার করতে হবে। গুম হওয়া স্বজনদের সংগঠন ’মায়ের ডাক ও মানবাধিকার সংগঠন অধিকারের সাথে সংশ্লিষ্ট হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওয়ার্ক সিলেট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার ( ২৭ মে) সিলেট প্রেসক্লাবের সামনে ‘ গুম বন্ধ কর- গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দাও’ শীর্ষক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মানবাধিকার সংগঠন অধিকার সিলেটের কো-অর্ডিনেটর সাংবাদিক মোঃ মুহিবুর রহমানের সভাপত্বিতে এতে আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী,সাধারন সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু প্রমুখ। সপ্তাহ উপলক্ষে মায়ের ডাক ও হিউম্যান রাইটস্ ডিফেন্ডার নেটওর্য়াকের বিবৃতি পাঠ করেন গুম হওয়া ছাত্রদল নেতা জুনেদ আহমদের ভাই হাসান মঈন উদ্দিন আহমদ (মঈনুল)। কর্মসূচীতে অংশ নেন সিলেট মেট্টোপলিটন ল কলেজের অধ্যাপক এডভোকেট সৈয়দ কাওসার আহমদ, সিলেট প্রেস ক্লারের সাবেক কোষাধ্যক্ষ ও ওকাসের সভাপতি খালেদ আহমদ,বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুজ্জামান, বিএনপি নেতা ইলিয়াস আলীর গাড়ী চালক আনছার আলীর স্ত্রী মুক্তা বেগম ও কন্যা চাঁদনী, বাংলাদেশ দূর্নীতি প্রতিরোধ মঞ্চের মহাসচিব আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সিনিয়র সাংবাদিক আফতাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. ময়নুল হক, আব্দুল আহাদ খান, সাংবাদিক শেখ আব্দুল মজিদ, মানবাধিকার কর্মী আলী আহসান হাবিব, আমীন তাহমিদ, মো. সোহেল আহমদ, শাহরিয়ার আহমদ রিয়াদ, কাওসার আহমদ,মিজানুর রহমান পাবেল, কামরান হোসেন, নির্ঝর রায়, ব্যবসায়ী নেতা ছাব্বির আহমদ, কুতুব আলী, ফয়সল আহমদ, জুবায়ের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি