সিলেটে বৌদ্ধ পূর্ণিমা পালিত

7
শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নগরীর বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

সিসিকের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সুখী, সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের জন্য মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, ২ লাখ মা বোন সম্ভ্রম হারিয়েছেন। বর্তমান সময়ে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধ ডিজিটাল উন্নয়নশীল এক দেশের নাম। আমরা প্রত্যেকই আনন্দের সাথে ও নিরাপদভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারছি। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে নগরীর আখালিয়াস্থ বৌদ্ধ বিহারে ডা. শিপলু সমবেত পুণ্যার্থীদের বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানান। এ সময় ডা. শিপলু কোভিড মহামারির এই সময়ে সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করার আহ্বান জানান।
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুধবার (২৬ মে) সকাল ১১টায় নগরীর আখালিয়া নয়াবাজারস্থ সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমার সভাপতিত্বে ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায় সিলেট বৌদ্ধ সমিতি আয়োজিত সিলেট বৌদ্ধ বিহারে ত্রি- স্মৃতির বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমায় সংঘ প্রধান হিসেবে ছিলেন সিলেট বৌদ্ধ বিহারে ভদন্ত আনন্দ ভিক্ষু।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলু, উপস্থিত বক্তব্য রাখেন, খাদ্য কর্মকর্তা নয়ন জ্যোতি চাকমা, সমিতির উপদেষ্টা অধ্যাপক বরণ কুমার চৌধুরী, সাধন কুমার চাকমা, সহ সাধারণ সম্পাদক লিটন বড়ুয়া, অংশু প্রমারমা, সদস্য সুকান্তি বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন সহ সাংগঠনিক সম্পাদক পংকজ বড়ুয়া ঝুলন প্রমুখ। বিজ্ঞপ্তি