প্রচন্ড গরমে কমলগঞ্জের জনজীবনে দুর্ভোগ

11

পিন্টু দেবনাথ কমলগঞ্জ থেকে :
মৌলভীবাজারে কমলগঞ্জে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চা বাগান, বস্তিসহ বিভিন্ন এলাকায় ডায়রিয়া, আমাশয় নিউমেনিয়াসহ নানা রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিদ্যুৎ সমস্যায় কমলগঞ্জের জনজীবনে দুর্ভোগ বয়ে আনে। দিনের খরতাপে আর রাতে ভ্যাপসা গরমে কমলগঞ্জে সাধারণ মানুষের চলাচল কমে গেছে। বিরূপ এ আবহাওয়ায় দেখা দিয়েছে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, ভাইরাস জ্বরসহ পানিবাহিত নানা রোগ। বেশির ভাগ শিশুদের ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ প্রাইভেট চিকিৎসকদের চেম্বারে এ ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গরম আবহাওয়ায় পানি শূন্যতার কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। কমবেশি সব বয়সের মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিসাধীন আছেন। একই কারণে আমাশয় রোগেরও প্রকোপ দেখা দিয়েছে। শিশুরা নিউমোনিয়া, স্বর্দি, কাশিসহ শ্বাসকষ্টে ভোগছেন।
শমসেরনগর বাজারের চিকিৎসক শ্যামলেন্দু সেন শর্মা, পিন্টু দেবনাথ, দীপক রঞ্জন মল্লিক বলেন প্রতিদিন ৪ থেকে ৬জন করে ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগী পাওয়া যাচ্ছে। একইভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও হাইপার টেনসনে আক্রান্ত ৪ জন শিশু, ৩ জন পুরুষ ও ৩ জন মহিলা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। অন্যান্যরা চিকিৎসা সেবা নিয়ে বাড়িতে ফিরে গেছেন। প্রাইভেট চিকিৎসকরা জানান, আবহাওয়ার তারতম্যের কারনেই এসব রোগের প্রকোপ দেখা দিয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র অভজারশেন অফিসার মুজিবুর রহমান, রবিবার সন্ধ্যা ৬টায় শ্রীমঙ্গলে সর্ব্বোচ্চ ৩৭.০২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: এম, মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, জন্ডিস, ডায়রিয়া, আমাশয়, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপের সত্যতা নিশ্চিত করে বলেন, সার্বক্ষনিক নজরদারী করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই।