সিলেট-৩ আসনে হাবিবকে মনোনয়ন দিন – এড. লুৎফুর রহমান

9
দক্ষিণ সুরমায় হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, তৃণমূল জণসাধারণের প্রিয় নেতা হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে আওয়ামী লীগের বিজয় কেউ আটকাতে পারবে না। তিনি হাবিবুর রহমান হাবিবকে সিলেট-৩ আসনে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।
তিনি শনিবার (২২ মে) দুপুরে দক্ষিণ সুরমায় হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম বলেন, দীর্ঘ একযুগেরও বেশি সময় থেকে দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ তথা সিলেট-৩ আসনের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট-৩ আসনের নির্বাচনে তাকে একমাত্র নৌকার যোগ্য দাবীদার বলে আমি মনে করি। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়া লীগের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিবকে নৌকা প্রতিক প্রদানের জোর দাবী জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদ্ক এডভোকেট সালেহ আহমদ হীরা, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি।
সিলেট জেলা তাঁতীলীগের সভাপতি আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামীগের সদস্য হাবিবুর রহমান হাবিব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুক আহমদ, রফিক হোসেন, বশির মিয়া, কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার আলী, সহ সভাপতি ইলিয়াস আলী চমক, লালাবাজার ইউনিয়ন আওয়ামীগের সভাপতি বুলবুল আহমদ, আওয়ামীলীগ নেতা আব্দুল শালেক, রাজিব আহসান, সোহেল আহমদ, লোকমান হোসেন, জেলা কৃষকলিীগের যুগ্ম স্ধাারণ সম্পাদক জাহেদ আলী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ অর্থ সম্পাদক ওমর ফারুক ফরহাদ, যুবলীগ নেতা শাহ ওলিদুর রহমান, জাবেদ, মামুন, বদরুল আলম তুহিন, নাজিম উদ্দিন রাসেল, শাহীন আহমদ, দক্ষিণ সুরমা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী প্রমুখ। বিজ্ঞপ্তি