অসহায় বিধবা মহিলাকে ঘর দিল রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল

8
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ১৫তম লো-কষ্ট হাইজিং প্রজেক্টের আওতায় একজন বিধবা মহিলাকে ঘরের চাবি হস্তান্তর করছেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান মো: ফারুক আহমদ সহ ক্লাব নেতৃবৃন্দ।

রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশ রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ১৫ তম লো-কষ্ট হাইজিং প্রজেক্টের আওতায় একজন অসহায় বিধবা মহিলাকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। শনিবার (২২ মে) গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের মৃত আনফর আলীর স্ত্রী ফজলুন নিছার কাছে এই ঘরের চাবি হস্তান্তর করেন অতিথি সহ ক্লাব নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় একজন বিধবা মহিলাকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। সিলেট জেলার বিভিন্ন এলাকায় এর পূর্বে আরো ১৪ জন বিধবাকেও ঘর নির্মাণ দিয়ে তাদের মুখে হাসি ফুটেয়েছে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ক্লাব সদস্যরা।
রোটারী ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৮২ বাংলাদেশ রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ বিকাশ কান্তি দাস পিএইচএফ এর সভাপতিত্বে ও প্রজেক্ট চেয়ারম্যান রোটাঃ পিপি জিয়াউল হক এমপিএইচএফ এর পরিচালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পশ্চিম আলীরগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খায়ের।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রোটাঃ পিপি মোঃ নজরুল ইসলাম পিএইচএফ, রোটাঃ পিপি আব্দুল মুকিত আরএফএসএম, রোটাঃ পিপি সাব্বির আহমেদ আরএফএসএম, রোটাঃ পিপি এম এ রহিম আরএফএসএম, রোটাঃ আইপিপি মোঃ রুহুল আলম আরএফএসএম, রোটাঃ আফসার উদ্দিন আহমেদ পিএইচএফ ক্লাব সেক্রেটারী, রোটাঃ এমদাদ হোসেন, রোটাঃ জুবায়ের আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি