নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওসমানীনগর প্রেসক্লাবের

3

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলা গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন আহমদের পরিচালনায় বক্তারা বলেন, সাংবাদিক রোজিনার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা যে আচরণ করেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক ও অনুসন্ধানী সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। একজন নারী সাংবাদিককে আটকে রেখে নির্যাতনের পর চিকিৎসার ব্যবস্থা না করে মামলা দিয়ে থানা হাজতে প্রেরণ এটা অমানবিক ও গোটা জাতির জন্য কলঙ্ক। ফাঁসানোর ঘটনার গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করে অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি জানান তারা। বক্তব্য রাখেন সহ-সভাপতি আবদুল মতিন, যুগ্ম সম্পাদক কবির আহমদ, সদস্য আনোয়ার হোসেন, ইংলিশ মেন্টরের পরিচালক আব্দুল আলিম সুহেল, ক্রীড়া ধারাভাষ্যকার সাইদুর রহমান, সংস্কৃতিকর্মী সহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ফরহাদ আহমদ, সদস্য সিতু সূত্রধর, রণিক পাল, সাংবাদিক আবু হানিফা, জুবেল আহমদ, রায়হান আহমদ, শাহ সাজু, শিক্ষক সীমা কর, অজয় কুমার দেব, হাবিব চৌধুরী, সমাজকর্মী টিপু দত্ত, এমকে নিজাম, মিশন চন্দ, সংস্কৃতিকর্মী রাকিবুল ইসলাম, সাজিদুল ইসলাম, আজিজুল বারি রিপন, ইয়াওর আলী, বিমল দত্ত প্রমুখ। প্রতিবাদ কর্মসূচিতে প্রেসক্লাব সদস্যবৃন্দের দাবির সাথে একাত্ম পোষণ করে উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।