পবিত্র ঈদুল ফিতর পালিত ॥ করোনা থেকে মুক্তি ও ফিলিস্তিনী মুসলমানদের রক্ষায় বিশেষ মোনাজাত

7
করোনাকালে স্বাস্থ্য বিধি মেনে হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে হাজারো মুসল্লির পবিত্র ঈদুল ফিতরের জামাতে মোনাজাতের একাংশ। ছবি-মামুন হোসেন

স্টাফ রিপোর্টার :
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারাদেশের ন্যায় সিলেটেও গত শুক্রবার ১৪ মে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বৈশ্বিক মহামারি করোনার কারণে গতবারের মত এবারও মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
নামাজ শেষে করোনা থেকে মুক্তি ও ফিলিস্তিনী মুসলমানদের রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। করোনার কারণে এবার কোলাকুলি-করমর্দনে নিষেধাজ্ঞা ছিলো সরকারের পক্ষ থেকে। তবে কিছু জায়গা ব্যতীত সিলেটে সেটা মানতে দেখা গেছে। বেশিরভাগ উপজেলাগুলো স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করতে দেখা গেছে। এছাড়া মুসল্লিদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করেছেন।