জগন্নাথপুরে মসজিদ নির্মাণেও নিম্নমানের পাথর

13

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
জগন্নাথপুর উপজেলা মডেল জামে মসজিদ নির্মাণেও নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বিগত ২০১৯ সালের মার্চে ১১ কোটি ২৮ লাখ ৬৬ হাজার ৩৪২ টাকা ব্যয়ে সরকারি ভাবে জগন্নাথপুর উপজেলা মডেল জামে মসজিদের কাজ শুরু হয়। গণপূর্ত বিভাগের অধীনে এ কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট সার্ভিসেস লিমিটেড। বর্তমানে মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। চলছে ফ্লোর ঢালাই কাজ। ৮ মে শনিবার ঢালাই কাজে কাদা মাটি ও বালু যুক্ত নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। তা দেখে স্থানীয় জনমনে ক্ষোভ দেখা দেয়।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান স্টার লাইট সার্ভিসেস লিমিটেড এর প্রকৌশলী নিপেন পাল ও গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী এনামুল হক বলেন, এসব পাথর আর ব্যবহার করা হবে না। তবে খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান সরজমিনে দেখে এসব নিম্নমানের পাথর ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
এর আগে কাজ শুরু কালে ফাইলিংয়ের কয়েকটি পাকা পিলার পুরোটা মাটির নিচে না ঢুকিয়ে ৫ থেকে ৭ ফুট পিলার ভেঙে ফেলা হয়েছিল।