ঈদ এলে

16

মজনু মিয়া :

ঈদ এলে চাঁদ উঠে আকাশের গায়
ঈদ এলে খোকাখুকু খুব খুশি পায়

ঈদ এলে নতুন পোশাক গায়ে পরে
ঈদ এলে ঈদের মাঠেই আসে ঘরে

ঈদ এলে সখীসখা এক সাথে ঘুরে
ঈদ এলে আনন্দ হয় খুব ভোরে

ঈদ এলে ঘুরাঘরি হাতে হাত ধরে
ঈদ এলে খাওয়া দাওয়া খুব করে

ঈদ এলে নাচ আর গান নিজ মনে
ঈদ এলে সালামীর আশা প্রতিক্ষণে

ঈদ এলে সব লোক সুখ তো পায় না
ঈদ এলে গরীবের দুখ তো যায় না

ঈদ আসে ঈদ যায় সুখে কি বা দুখে
কেউ হাসে কেউ কাঁদে জল ঝরে চোখে।