এপ্রিল মাসে সিলেট অঞ্চলে ৮১ জনের মৃত্যু

9

জেড.এম.শামসুল :
গত এপ্রিল মাসে সিলেট অঞ্চলে বিভিন্ন ঘটনায় ৮১ জনের অপমৃত্যুর ঘটনা ঘটেছে, এসবের মধ্যে হত্যা, আত্মহত্যা, লাশ উদ্ধার, সড়ক দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, পানিতে ডুবে সহ বিভিন্ন ঘটনায় প্রাণ হারান।
বিভিন্ন সূত্রমতে- ১ এপ্রিল গোয়াইন ঘাটে জলমহাল নিয়ে দু‘পক্ষের সংঘর্ষে আহমদ আলী (৫৫), বিশ্বনাথে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ময়নুল ইসলাম (২৬), ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় এবাদুর রহমান (২৩), ২ এপ্রিল রাজনগরে সড়ক দুর্ঘটনায় সুজন কর্মকার (২২) ও রাজন কর্মকার (২৩), শ্রীমঙ্গলে স্বামীর হাতে স্ত্রী সাহিমা আক্তার (১৯), মাধবপুরে চা বাগান থেকে অজ্ঞাত নামা (৫৫) মৃতদেহ উদ্ধার, জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় রাজন মিয়া (৩০), ৩ এপ্রিল সুরমা নদী থেকে নিখোঁজ কিশোর সিয়াম আহমদ (১৭) মৃতদেহ উদ্ধার, ৪ এপ্রিল বিয়ানী বাজারে বাড়ীর পার্শ্বের ডোবা থেকে শাওন (৬) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার, জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিদ পারভেজ (২৫), বিশ্বনাথে গ্যাস বিস্ফোরণে আহতাবস্থায় দিলারা বেগম (৬০), দক্ষিণ সুরমায় দুর্বৃত্তের হাতে ফরিদুর ইসলাম (২৬), কমলগঞ্জে শানা বেগম (১৭) আত্মহত্যা করে, ৫ এপ্রিল সালুটিকন এলাকা থেকে অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার, শাল্লায় ট্রাক্টর চাপায় বাদল দাস (৩৩), ৬ এপ্রিল সুনামগঞ্জে দুলাভাইয়ের হাতে শ্যালক রাসিক মিয়া (২৯), বিয়ানি বাজারে ট্রাক থেকে পড়ে লিটন মিয়া (১৬) ট্রাক শ্রমিক মারা যায়, কানাইঘাটে জকিগঞ্জের যুবক শফিক আহমদ (২৫)‘র রহস্যজনক আত্মহত্যা, ৭ এপ্রিল ছাতকে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিক নবী হোসেন (২০), কানাইঘাটে নাতির ঢিলের আঘাতে নানা আব্দুল মারিক (৭৫), মাধবপুরে পুকুরে পড়ে নজীব (২), চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় শিপন খান (২৮), ৮ এপ্রিল কুলাউড়ার রেলপথ থেকে জামাল মিয়া (৩৫) উদ্ধার, দক্ষিণ সুরমার হুমায়ুন চত্তরে পিক-আপ চাপায় প্রবাসী আব্দুল মতিন, কানাইঘাটে বিষ পানে নাবিল আহমদ (১০) আত্মহত্যা করে, (৬১), কানাইঘাটে নাবিল আহমদ (১০) নামের এক কিশোর আত্মহ্যা করে, ৯ এপ্রিল গোয়াইনঘাটে ধান ভাগাভগি নিয়ে এক সংঘর্ষে প্রতিপক্ষের হাতে ময়না মিয়া (৫৫), কমলগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় অমর শর্ম্মা (২৮), কানাইঘাটে অটোরিক্সা চাপায় জামিয়াত আহমদ (৭), ১০ এপ্রিল জাফলংয়ে পাথর তুলতে গিয়ে বারকি শ্রমিক পলাশআহমদ (১৬), জুড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় শওকত আজিজ (৩৫), সিলেট উত্তর সুরমায় অটোরিক্সা চাপায় ছাবের আহমদ (১০), বানিয়াচংয়ে ট্রলি চাপায় নাদিয়া আক্তার (৭), লাখাইয়ে গণপিটুনিতে হুমায়ুন মিয়া (৪০) ও অজ্ঞাত নামা (৪৫) দু‘ডাকাতের মৃত্যু ঘটে, ১১ এপ্রিল সিলেট নগরির হাউজিং এস্টেট থেকে ঝুলন্ত অবন্থায় আনোয়ার হোসেন বাদশা (২৫) লাশ উদ্ধার, মাধবকুন্ডে জলপ্রপাতের ছড়া থেকে ফয়ছল মিয়া (২৯) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার, ১২ এপ্রিল ছাতকের রেনু মিয়া (২২) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, চুনারুঘাটে চিকিৎসায় অবহেলায় চা শ্রমিক সুজন তাঁতি (২৫), জুড়িতে গণপিটুনিতে সুলতান মিয়া (৩৮), ১৪ এপ্রিল টুকেরবাজারে সড়ক দুর্ঘটনায় ফখর উদ্দিন (৪০), গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলা উদ্দিন (৫০), ১৪ এপ্রিল বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় রাবিয়া বেগম (৬০), রাজনগরে পাইপের আঘাতে নির্মাণ শ্রমিক মাসুক মিয়া (৪০), ১৫ এপ্রিল গোলাপগঞ্জে পানিতে ডুবে জহির আলম (১৭), ১৬ এপ্রিল চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় নাঈম আহমদ (১৬), দিরাইয়ে নিখোঁজ হওয়া কবির মিয়া (৪০)র নদী থেকে লাশ উদ্ধার, জগন্নাথপুরে প্রেমিকার সাথে দেখা করতে না পেরে প্রেমিক শহিদুর রহমান (৩৮)র আত্মহত্যা, বড়লেখায় দেবরের হাতে ভাবি রাহেলা (২৩) নিহত, ১৭ এপ্রিল জগন্নাথপুরে রাস্তা নিয়ে সংঘর্ষে রুবেল মিয়া (২৫), নবীগঞ্জে ধান মাড়াই নিয়ে সংঘর্ষে কৃষক শ্রীভাল দাম (৪৫), জুড়িতে পূবানি রানি দাস (১৭) আত্মহত্যা করে, ১৮ এপ্রিল সুনামগঞ্জে ট্রাকচাপায় মোহন মিয়া (৮), গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় আফতাব আহমদ (৩২), ১৯ এপ্রিল ধর্মপাশায় সংঘর্ষে আব্দুর রহিম (৫৫), হবিগঞ্জের মাদ্রামার ছাত্র খোকন (১৮) দুর্বৃত্তের হাতেখুন, তাহিরপুরে বালতির পানিতে পড়ে দু’বছরের শিশু আকলিমা মারা যায়, ২০ এপ্রিল বানিয়াচংয়ে সংঘর্ষে হোসেন আহমদ (৬০), চুনারুঘাটে সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুতুল মিয়া (৫৫), গোলাপগঞ্জে টমটমের চাপায় শহিদ আহমদ (৩৫), গোয়াইনঘাটে মেয়ের জামাইর হাতে শ্বশুর মো: আলী (৭৫), ২১ এপ্রিল চুনারুঘাটে সংঘর্ষে আবু মিয়া (৬৮), তাহিরপুরে গৃহবধূ আজমিনা বেগম (২৪)’র রহস্যজনক মৃত্যু, ২২ এপ্রিল কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছালমা বেগম (১৪), চুনারুঘাটে গাড়ী উল্টে আনোয়ার হোসেন (৩৫), ২৬ এপ্রিল রাজনগরে গৃহবধূ রাজিয়া বেগম (২৭)’র লাশ উদ্ধার, ২৭ এপ্রিল গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাজু মিয়া (১৮), ২৮ এপ্রিল বজ্রপাতে দিরাইয়ে দু‘ ভাই ফখরুল ইসলাম (৪৮) ও ফজলু মিয়া (৪২), জুড়িতে রমন ভৌমিজ (২৭) ও ললিতা ভৌমিজ (১৩), ধর্মপাশায় ট্রাক উল্টে নির্মাণ শ্রমিক মানিক মিয়া (৪৫), ছাতকে জবা আকতার (২০)‘র রহস্যজনক মৃত্যু, ২৯ এপ্রিল ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় আরশ আলী (৪২), শাহজাহান মিয়া (৫৫), কোম্পানিগঞ্জে ধান নিয়ে সংঘর্ষে হারুন মিয়া (৫০), তাহিরপুরে পানিতে ডুবে লাহিজ্জুমান (৫), ৩০ এপ্রিল জৈন্তায় এক সংঘর্ষে সুফিয়ান আহমদ (১১), বড়লেখায় খুন হন আব্দুল হাসিব (৫০), সুনামগঞ্জে ঝর্ণা চৌধুরী (২৫) আত্মহত্যা, সিলেট অঞ্চলে প্রতিনিয়ত অপমৃত্যুর সংখ্যা বাড়ছে, তা‘ রোধে সর্বত্র সচেতনাতা বৃদ্ধির বিকল্প নেই।