পুণ্যের এই মাসে

10

জিল্লুর রহমান পাটোয়ারী :

পুণ্যের এই মাসে ধন্য এই ধরাতে,
আসে রহমত হয়ে –
ভাগ্যের দুয়ার খুলে দেয় বিধাতা,
পাপ যাক ক্ষয়ে।
দুহাতে কুড়াই পুণ্য ধন্য এই ধরাতে,
বরকতের এই মাসে –
এলো মাহে রমজান এ ধরায়,
মোমেন হৃদয়ে হাসে।
মুছে যাক ধুয়ে যাক অন্তর,
পুণ্য আসুক মন্ত্ররে-
মহিমাময় মাহে রমজান সাধনায়,
জাগুক সবার অন্তরে।
ধেয়ে যাবে পাপ ক্ষমা চাহি প্রভুর কাছে,
নাজাতের এই মাসে –
ধরনীতে আসুক সুখ রহমত বরকত,
মোমেন হৃদয়ে হাসে।